ঢাকা | সেপ্টেম্বর ১৩, ২০২৪ - ৯:২৩ অপরাহ্ন

ভারতে ৭ দফার লোকসভা নির্বাচন শুরু হচ্ছে কাল

  • আপডেট: Thursday, April 18, 2024 - 12:12 pm

অনলাইন ডেস্ক: চলতি মাসের ১৯ এপ্রিল ভারতের লোকসভা নির্বাচনে ভোট হতে যাচ্ছে। বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশের এ নির্বাচনে ভোটগ্রহণ হবে সাত দফায়। ভারতের যে তিন রাজ্যে সাত দফায়ই ভোট নেওয়া হচ্ছে, তার মধ্যে পশ্চিমবঙ্গ অন্যতম।

উত্তরপ্রদেশে রামমন্দির উদ্বোধনের মধ্যদিয়েই বিজেপি তাদের প্রধান প্রচারণা চালিয়েছে বলে মনে করা হয়। আর রাজ্য সরকারও বিজেপিতে রয়েছেন যোগী আদিত্যনাথের মতো বুলডোজার চালানোর হুমকি দেওয়া মুখ্যমন্ত্রী। প্রথম দফা ভোটের তালিকায় আছে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার।

 

সোনালী/ সা