ঢাকা | সেপ্টেম্বর ১৮, ২০২৪ - ১২:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম

দুই কৃষি ব্যাংক একত্রীকরণ সিদ্ধান্তের প্রতিবাদ বাদশার

  • আপডেট: Thursday, April 18, 2024 - 9:19 pm

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি) ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এর একত্রীকরণের সিদ্ধান্তের প্রতিবাদে যে আন্দোলন শুরু হয়েছে, এই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও রাজশাহী-২ আসনের সাবেক সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।

বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংকের সাথে একীভূত করার সিদ্ধান্তের বিরুদ্ধে বিভিন্ন ব্যবসায়ী সংগঠন ও সচেতন নাগরিকবৃন্দের যে আন্দোলন, এটা যুক্তিসংগত আন্দোলন বলে আমি মনে করি।

তিনি বলেন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক গঠিত হয়েছিল রাজশাহীর তথা উত্তরাঞ্চলের কৃষি এবং কৃষকের উন্নয়নের জন্য রাষ্ট্রীয় সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে। এই দুই ব্যাংক একীভূত হলে উত্তরাঞ্চলের কৃষি এবং কৃষক ক্ষতিগ্রস্ত হবে এবং কৃষির উন্নয়ন ব্যাহত হবে। এই অঞ্চলের কৃষি এবং কৃষকের উন্নয়নের স্বার্থে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক যেভাবে চলছে সেভাবেই চলতে দেয়া উচিত।

সোনালী/জেআর