ঢাকা | সেপ্টেম্বর ৩০, ২০২৪ - ১১:৩২ অপরাহ্ন

গোদাগাড়ীতে রুহুল আমিন হত্যা মামলায় দুইজন আটক

  • আপডেট: Thursday, April 18, 2024 - 7:32 pm

গোদাগাড়ী প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ীতে রুহুল আমিন হত্যা মামলার প্রধান আসামি আওয়ামী লীগ নেতাসহ দুইজনকে আটক করা হয়েছে।

পুলিশ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নের সেতারাপুর গ্রাম থেকে মামলার প্রধান আসামি ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি আজিজুল হক (৬২) ও গোদাগাড়ী উপজেলা সাগুয়ান ঘুন্টি গ্রামের কামরুজ্জামান ছেলে মনিরুর ইসলাম(৪৫) কে আটক করে।

ছাগলে গাছের পাতা খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংর্ঘর্ষে রুহুল আমিন নিহত হয়। ২০ জন আসামি করে মামলা হয়। পুলিশ এ মামলায় ৫ জন আটক করল।

গোদাগাড়ী মডেল থানার অফিসার আব্দুল মতিন বলেন, বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

সোনালী/জেআর