ঢাকা | অক্টোবর ৮, ২০২৪ - ২:১৪ পূর্বাহ্ন

ছোট ভাইকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা

  • আপডেট: Wednesday, April 17, 2024 - 10:49 pm

অনলাইন ডেস্ক: দিনাজপুর শহরের পশ্চিম বালুয়াডাঙ্গা এলাকায় ছোট ভাই রাসেল রেজা বাবুকে (২৪) কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে তারই বড় ভাই। বাড়ির ভিটাসহ জমিজমা নিয়ে বিরোধের ঘটনায় এ হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে জানিয়েছে কোতোয়ালি পুলিশ। নিহত রাসেল রেজা বাবু (২৪) দিনাজপুর শহরের পশ্চিম বালুয়াডাঙ্গা এলাকার অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল বীর মুক্তিযোদ্ধা মো. হাসান আলীর ছেলে।

কোতোয়ালি থানার ওসি মো. ফরিদ হোসেন জানান, দিনাজপুর শহরের পশ্চিম বালুয়াডাঙ্গা এলাকার নিজ বাড়িতে বুধবার সকালে বাড়ির ভিটা ও জায়গা জমি নিয়ে ছোটভাই রাসেল রেজা বাবুর সঙ্গে ঝগড়া বাধে বড়ভাই মাসুদ রানার। এর একপর্যায়ে বড়ভাই মাসুদ রানা ও তার পরিবারের লোকজন কুড়াল দিয়ে রাসেল রেজা বাবুর মাথায় ও পায়ে কোপ মারে। এতে গুরুতর জখম হয় রাসেল বাবু।

এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকাল ৫টায় তার মৃত্যু ঘটে।

ওসি ফরিদ হোসেন জানান, এ বিষয়ে একটি হত্যা মামলার প্রক্রিয়া চলছে এবং আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

 

সোনালী/ সা