ঢাকা | জানুয়ারী ৩, ২০২৫ - ৯:৩২ পূর্বাহ্ন

রাস্তা পারাপারের সময় স্বামী-স্ত্রী নিহত

  • আপডেট: Monday, April 15, 2024 - 10:02 pm

অনলাইন ডেস্ক: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালিয়াকৈর বাইপাস এলাকায় রাস্তা পারাপারের সময় একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন। রোববার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার বড়ইতলী মোজাম্মেল হোসেনের ছেলে আসিফ হোসেন (২৫) ও তার স্ত্রী তানজিম আক্তার (২১)।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার বাইপাস এলাকায় রোববার রাতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের রাস্তা পারাপারের সময় মাহি স্পেশাল পরিবহণ নামে এক বাসের ধাক্কায় স্বামী আসিফ ও তার স্ত্রী তানজিম আক্তার গুরুতর আহত হন। এলাকাবাসী তাদের উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ লাশ দুটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।

নাওজোড় হাইওয়ে থানার ওসি শাহাদাত হোসেন জানান, মাহি স্পেশাল পরিবহণের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে পরিবারের কাছে লাশ দুটি হস্তান্তর করা হয়েছে।

 

সোনালী/ সা