আনোয়ারায় মৎস্যপল্লিতে আগুন
অনলাইন ডেস্ক: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় রায়পুর ইউনিয়নের উঠান মাঝির ঘাটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার দুপুর ১টার দিকে ঘাটের খালেদার বাপের বাসা থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানান স্থানীয়রা।
ক্ষতিগ্রস্ত এনাম জানান, আমার একটি মুদির দোকান, একটি তেলের দোকান এবং একটি সেলুনসহ তিনটা দোকান পুড়ে গেছে। আগুনে এই ঘাটের প্রায় ৮০টি বাসা এবং ৮টি দোকান পুড়ে গেছে। এ ঘটনায় জাল এবং বিভিন্ন মালামালসহ সব মিলিয়ে পৌনে ২ কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
আনোয়ারা ফায়ার সার্ভিসের কর্তব্যরত অফিসার তানভীর হোসেন জানান, ১টা ২০ মিনিটের দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা রওনা হয়। ঘণ্টা খানেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে ক্ষয়ক্ষতির বিষয়ে এখনো কিছু বলা যাচ্ছে না।
আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী জানান, আগুনের বিষয়টি খবর পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করে পরিষদ থেকে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান করা হবে।
সোনালী/ সা