ঢাকা | জানুয়ারী ৯, ২০২৫ - ১:৩৮ পূর্বাহ্ন

খাল থেকে কাটা মাথা উদ্ধার

  • আপডেট: Sunday, April 14, 2024 - 9:46 pm

অনলাইন ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের খাল থেকে একটি কাটা মাথা উদ্ধার করা হয়েছে। রোববার বিকালে উপজেলার বিটঘর গ্রামের উত্তর পাড়া খাল থেকে একটি কাটা মাথা উদ্ধার করে পুলিশ।

শিবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আক্কাস আলী রুবেল জানান, বিকালে বিটঘর উত্তর পাড়ার একটি খালে বিচ্ছিন্ন মাথাসহ লাশ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ ও কাটা মাথা উদ্ধার করে।

তিনি আরও বলেন, গত ১১ ফেব্রুয়ারি সকালে একয় গ্রামের পুকুর থেকে এক নারীর শরীর থেকে বিচ্ছিন্ন দুই পা উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এই মাথাটি ওই নারীর হতে পারে। মাথাটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

এর আগে গত ৩১ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সেন্দ গ্রামে একটি পুকুর পাড়ে মালপত্র উদ্ধার করে পুলিশ। ওই লাগেজে মাথা ও দুই পা বিচ্ছিন্ন একটি লাশ ছিল। তাকে শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

 

সোনালী/ সা