ঢাকা | জানুয়ারী ৮, ২০২৫ - ৯:০৮ পূর্বাহ্ন

শিরোনাম

পহেলা বৈশাখে কুলিক নদীতে ২ শিশুর মৃত্যু

  • আপডেট: Sunday, April 14, 2024 - 10:07 pm

অনলাইন ডেস্ক: বাংলা নতুন বছরের প্রথম দিনে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কুলিক নদীতে ডুবে তাসলিমা (৮) ও ইয়াসমিন (১২) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলার খঞ্জনা গ্রামে এ ঘটনা ঘটে । নিহত ইয়াসমিন খনজনা গ্রামের ইব্রাহিম আলীর মেয়ে। তসলিমা বেগম দিনাজপুর সদর উপজেলার মহারাজা এলাকার ইউসুফ আলী মেয়ে।

জানা গেছে, তাসলিমা তার নানার বাড়ি বেড়াতে এসেছিল।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, বাড়ির পাশে কুলিক নদীতে গোসল করতে গিয়ে নদীতে ডুবে যায় নিহত ওই দুই শিশু। সাঁতার কাটতে না পারায় তারা দুজনে পানির নিচে তলিয়ে যায়। বাড়ির লোকজন তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে গিয়ে নদীতে তাদের মরদেহ ভাসতে দেখে।

রাণীশংকৈল থানার ওসি সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগ না থাকায় পরিবারের মরদেহ হস্তান্তর করা হয়েছে।

সোনালী/ সা