ঢাকা | সেপ্টেম্বর ১৩, ২০২৪ - ১২:৪২ পূর্বাহ্ন

বাসায় বন্ধুদের নিয়ে অতিরিক্ত মদ্যপান, শিক্ষার্থীর মৃত্যু

  • আপডেট: Saturday, April 13, 2024 - 12:47 pm

অনলাইন ডেস্ক: রাজধানীর নিউমার্কেট থানাধীন এলিফ্যান্ট রোড এলাকার একটি বাসায় অতিরিক্ত মদ্যপানে মাহি রশিদ দীপ্ত (১৭) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৮ টার দিকে এই ঘটনা ঘটে। মৃত দীপ্ত ব্রিটিশ কাউন্সিলের অধীনে ও লেভেলের শিক্ষার্থী ছিল বলে জানা গেছে।

তিনি বলেন, আমরা জানতে পেরেছি- এলিফ্যান্ট রোড এলাকার একটি বাসায় বন্ধুবান্ধব নিয়ে অতিরিক্ত মদ্যপানে সে অসুস্থ হয়ে পড়ে।পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

মৃত শিক্ষার্থীর গ্রামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার দয়জপুর গ্রামে। তার বাবার নাম মামুনুর রশিদ মামুন।এলিফ্যান্ট রোড এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

 

সোনালী/ সা