ঢাকা | জানুয়ারী ৩, ২০২৫ - ৯:৪৭ পূর্বাহ্ন

ঈদের দিন গাঁজা উদ্ধার করল পুলিশ

  • আপডেট: Friday, April 12, 2024 - 8:25 pm

অনলাইন ডেস্ক: গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। ঈদের দিন বৃহস্পতিবার বিকালে খোলাপাড়া নছের মার্কেটের পাশে বেচাকেনার সময় গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ থানার সিন্নিরচর গ্রামের মৃত কালাম খানের ছেলে মো. স্বপন খান (৩৪), কালিয়াকৈর উপজেলার বরাব দক্ষিণ পাড়া এলাকা ফকরুল ইসলামের ছেলে রাব্বি হোসেন (২২) ও একই উপজেলার মৃত ফৈজউদ্দিনের ছেলে মো. রিফাত হোসেন (২০)।

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার এএসআই স্বপন মিয়া জানান, ঈদের দিন বিকাল সাড়ে ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খোলাপাড়া নছের মার্কেটের উত্তর পাশ থেকে মানিক মিয়ার মুদির দোকানের সামনে থেকে মাদক বেচাকেনার সময় তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়।

 

সোনালী/ সা