ঢাকা | জানুয়ারী ১০, ২০২৫ - ৫:৫৭ পূর্বাহ্ন

আমি অনেক বেশি উচ্চাকাঙ্ক্ষী নই: মিথিলা

  • আপডেট: Friday, April 12, 2024 - 7:48 pm

অনলাইন ডেস্ক: দুই বাংলার সমান জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। দীর্ঘদিন দেশের শোবিজ অঙ্গনে কাজ করার পরে বর্তমানে ওপার বাংলাতেও ব্যস্ত সময় পার করছেন তিনি। এরই মধ্যে সম্প্রতি কলকাতার সংবাদমাধ্যম ‘এই সময়’-এর মুখোমুখি হয়েছিলেন এই তারকা।

সেখানে এক প্রশ্নের জবাবে মিথিলা বলেন, ‘আমি অনেক বেশি উচ্চাকাঙ্ক্ষী নই। সংখ্যায় অনেক বেশি কাজ করতে হবে, ব্যাপারটি তেমন না। এখানে দুটো ছবি হলো, বাংলাদেশে কিছু ছবি করেছি, টেলিভিশনে লম্বা সময় কাজ করেছি। মনে হয় এ পর্যন্ত যা করেছি, করছি, আমার জন্য অনেক।’

সিনেমায় মিথিলার অভিনয় দারুণভাবে প্রশংসিত হচ্ছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘মন থেকে কাজ করলে এমনই হয়, যে কোনো চরিত্রে নিজেকে মানিয়ে নেওয়া যায়। আমি এই ছবিতে সেভাবেই কাজটি করেছি। চরিত্রটি তুলে আনতে পেরেছি। দর্শক পছন্দ করছেন।’

মিথিলার সঙ্গে কথোপকথনে সৃজিত মুখার্জির প্রসঙ্গ এসে পড়ে। এই সাক্ষাৎকারে সৃজিতের সঙ্গে সিনেমা করার বিষয়ে এই অভিনেত্রী বলেন, এটি তো পরিচালক সিদ্ধান্ত নেন, আর্টিস্ট সিদ্ধান্ত নেন না যে কোন ছবিতে কে থাকবে। এ কারণে প্রশ্নটি আমার কাছে বোকা বোকা লাগে।

সম্প্রতি কলকাতায় মুক্তি পেয়েছে এই অভিনেত্রীর ‘অভাগীর স্বর্গ’। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন মিথিলা।

 

সোনালী/ সা