ঢাকা | জানুয়ারী ১০, ২০২৫ - ১০:৪৪ পূর্বাহ্ন

সাকিব-মুশফিকরা কে কোথায় ঈদ করছেন

  • আপডেট: Thursday, April 11, 2024 - 1:23 pm

অনলাইন ডেস্ক: এবার খেলাধুলার ব্যস্ততা না থাকায় নিজেদের মতো করেই ঈদ পালন করছেন জাতীয় দলের ক্রিকেটাররা। কেউ পরিবারের সঙ্গে ঢাকায়, কেউবা আবার গ্রামের বাড়িতে ঈদ উদযাপন করছেন। বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তও বরাবরের মতো এবারও ঈদ করবেন রাজশাহীতে।তার মতো গ্রামের বাড়িতে ঈদ কাটাবেন, এমন ক্রিকেটারের সংখ্যাটাই বেশি।

মেহেদী হাসান মিরাজ গতবার ঈদ করেছেন ঢাকায়। এবার খুলনায় নিজের বাড়িতে ঈদ করবেন। তাওহিদ হৃদয়ও প্রিমিয়ার লিগে সর্বশেষ ম্যাচটা খেলে বগুড়ায় গেছেন। টানা ক্রিকেটের ধকলের পর ঈদের ছুটিতে বিশ্রাম নিয়ে ক্লান্তি দূর করতে চান হৃদয়।

মুশফিকুর রহিম ঈদ করছেন নিজ শহর বগুড়াতে। সেখানে পৌঁছে একদিন শহীদ চান্দু স্টেডিয়ামে ব্যাটিং অনুশীলনও করেছেন তিনি।  মুশফিকের মতো নিজের বাড়ি চাঁদপুরে ঈদ করবেন মাহমুদুল হাসান, শাহাদাত হোসেন চট্টগ্রামে, রিশাদ হোসেনের ঈদ নীলফামারীতে। জাতীয় দলের খেলা যেহেতু নেই, জাতীয় দলের অধিকাংশ ক্রিকেটারের মতো শরীফুল ইসলামও ফিরেছেন আপন নীড়ে। তানজিম হাসান, হাসান মাহমুদও ঈদ করবেন তাদের গ্রামের বাড়িতে। আরেক পেসার তাসকিন আহমেদ অবশ্য ঢাকার ছেলে। তার ঈদও তাই ঢাকাতেই।

ব্যতিক্রম হচ্ছেন সাকিব আল হাসান। ওমরাহ করতে সৌদি আরব গেছেন এই তারকা অলরাউন্ডার।ওমরাহ পালন শেষেই সাকিব উড়াল দেন আমেরিকাতে। সেখানে আগে থেকে অবস্থান করছেন তার পরিবার। স্ত্রী-সন্তানদের সাথে গতকাল আমেরিকাতেই ঈদ পালন করেছেন টাইগারদের সাবেক এই অধিনায়ক।

এ ছাড়া আইপিএল খেলতে এই মুহূর্তে ভারতে থাকায় সেখানেই ঈদ করছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান।

 

সোনালী/ সা