ঢাকা | জুলাই ২৭, ২০২৪ - ৬:২০ পূর্বাহ্ন

সদরঘাটে লঞ্চের রশি ছিঁড়ে দুর্ঘটনায় ৫ জন আটক

  • আপডেট: Thursday, April 11, 2024 - 10:11 pm

অনলাইন ডেস্ক: রাজধানীর সদরঘাটে রশি ছিঁড়ে পাঁচজনের মৃত্যুর ঘটনায় দুই লঞ্চের পাঁচজনকে আটক করেছে পুলিশ।

তারা হলেন, পিরোজপুরের মঠবাড়িয়া থানার মাটিচোরা গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে বিল্লাল, তার স্ত্রী মুক্তা, তাদের মেয়ে মাইশা। অন্য দুজন হলেন- পটুয়াখালী সদরের জয়নাল আবেদিনের ছেলে রিপন হাওলাদার ও ঠাকুরগাঁও সদরের নিশ্চিতপুর এলাকার আব্দুল্লাহ কাফীর ছেলে রবিউল।

ফায়ার সার্ভিস জানিয়েছে, এমভি তাসরিফ-৪ ও এমভি পূবালী-১ রশি দিয়ে সদরঘাটের ১১ নম্বর পন্টুনে বাঁধা ছিল। এ দুটি লঞ্চের মাঝখান দিয়ে এমভি ফারহান-৬ নামের আরেকটি লঞ্চ ঢুকানোর সময় এমভি তাসরিফ-৪ লঞ্চের রশি ছিঁড়ে যায়। ওই রশির আঘাতেই হতাহতের ঘটনা ঘটে। কেউ কেউ পাশে থাকা লঞ্চের সঙ্গে বাড়িও খায়।

নৌপুলিশের ঢাকা অঞ্চলের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, ওই যাত্রীরা পন্টুনে ছিলেন। ঘটনাস্থল থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে জানা গেছে, ছিঁড়ে যাওয়া রশির আঘাতেই তাদের মৃত্যু হয়।

এ ঘটনায় এমভি ফারহান-৬ ও এমভি তাসরিফ-৪ এর রুট পারমিট বাতিল করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। ঘটনা তদন্তে সংস্থাটির তরফে তিন সদস্যদের কমিটি গঠন করা হয়েছে।

 

সোনালী/ সা