ঢাকা | জুলাই ২৭, ২০২৪ - ৭:০০ পূর্বাহ্ন

সদরঘাটে দুর্ঘটনা: দুই লঞ্চের রুট পারমিট স্থগিত

  • আপডেট: Thursday, April 11, 2024 - 10:14 pm

অনলাইন ডেস্ক: রাজধানীর সদরঘাটে লঞ্চের রশি ছিঁড়ে পাঁচ যাত্রী নিহতের ঘটনায় দুই লঞ্চের রুট পারমিট স্থগিত করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। বিআইডব্লিউটিএর পরিচালক (ট্রাফিক) জয়নুল আবেদীন এ তথ্য নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার বিকালে সদরঘাট লঞ্চঘাটের ১১ নাম্বার পন্টুনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

এমভি তাসরিফ ৪ ও এমভি পূবালী ১ লঞ্চ দুটি রশি দিয়ে পন্টুনে বাঁধা ছিল। এ দুই লঞ্চের মাঝ দিয়ে ফারহান নামের আরেকটি লঞ্চ ঢুকতে গেলে এমভি তাসরিফ ৪ লঞ্চের রশি ছিঁড়ে যায়। এ সময় লঞ্চে উঠতে গিয়ে রশির আঘাতে পাঁচজন নিহত হয়। এদের মধ্যে তিনজন এক পরিবারের।

নিহতরা হলেন-গার্মেন্টকর্মী বেলাল হোসেন (৩০), তার স্ত্রী মুক্তা খাতুন (২৩) ও তাদের ৪ বছর বয়সি সন্তান মাইশা (৪) এবং রবিউল (১৯) ও রিপন হাওলাদার (৩৮)। ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে পাঁচ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুটি লঞ্চের পাঁচ কর্মীকে নৌপুলিশ আটক করেছে বলে বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক আলমগীর কবির জানিয়েছেন।

 

সোনালী/ সা