ঢাকা | জানুয়ারী ৮, ২০২৫ - ৮:৫১ পূর্বাহ্ন

শিরোনাম

দেশবাসীকে ক্রিকেটারদের ঈদের শুভেচ্ছা

  • আপডেট: Thursday, April 11, 2024 - 1:12 pm

অনলাইন ডেস্ক: আজ পবিত্র ঈদুল ফিতর। মুসলিম উম্মাহর জন্য বিশেষ দিন। দীর্ঘ এক মাস যারা সিয়াম সাধণা করেছেন তাদের জন্য আজ মহা খুশির দিন। মুসলমানদের এই বিশেষ দিনে দেশের সকল ধর্মপ্রাণ মুসলমানকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় দলের তারকা ক্রিকেটাররা। জাতীয় দলের এখন কোনো খেলা না থাকায় তারকা ক্রিকেটারদের অধিকাংশই পরিবারের সঙ্গে গ্রামে গিয়ে ঈদ পালন করছেন।

ঈদের দিনে সবাইকে শুভেচ্ছা জানিয়ে দেশের তারকা পেসার তাসকিন আহমেদ ছেলে ও বাবার সঙ্গে একটি ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘ঈদ মোবারক।’

দেশ সেরা ওপেনার তামিম ইকবাল ফেসবুকে লিখেছেন, ‘ঈদ মোবারক! সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।’

জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম নিজের এলাকা বগুড়ায় নামাজ আদায়ের পর একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘সবাইকে ঈদ মোবারক।’

জাতীয় দলের সাবেক আরেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ নিজের একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘ঈদের শুভেচ্ছা।’

তরুণ পেসার শরিফুল ইসলামও ভক্তদের সঙ্গে ঈদের খুশি শেয়ার করেছেন। এছাড়া তরুণ ক্রিকেটাররা প্রায় সবাই ঈদের আনন্দ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন।

সন্তান ও বাবার সঙ্গে ছবি পোস্ট করে মেহেদী হাসান মিরাজ লিখেছেন, ‘বাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক। দোয়া করি পরিবারের ও আশেপাশের সবাইকে নিয়ে ঈদ কাটুক আনন্দে।’

যুক্তরাষ্ট্র থেকে কালই ভক্তদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। নিজের ফেসবুক পাতায় এক পোস্টে তিনি লিখেছেন, ‘আপনাকে এবং আপনার পরিবারকে ঈদ মোবারক! এই আনন্দের দিন আপনার জন্য শান্তি, সমৃদ্ধি এবং অফুরন্ত রহমত নিয়ে আসুক।’

 

সোনালী/ সা