ঢাকা | জানুয়ারী ১০, ২০২৫ - ১২:১৪ অপরাহ্ন

ঈদের দিন ঘুরতে বেরিয়ে ফিরলেন লাশ হয়ে

  • আপডেট: Thursday, April 11, 2024 - 9:53 pm

অনলাইন ডেস্ক: মানিকগঞ্জের সিংগাইরে ঈদ উপলক্ষে তিন বন্ধু ঘুরতে বেড়িয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় লাশ হয়ে ফিরলেন শাকিল (২৩) নামের এক যুবক। এতে গুরুতর আহত হয়েছে শাকিলের দুই বন্ধু মো. মকবুল হোসেন (২২) ও মো. শুভ (২৩)।

পবিত্র ঈদুল ফিতরের দিন বৃহস্পতিবার দুপুর ২টার দিকে হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক সড়কের উপজেলার ধল্লা ইউনিয়নের জায়গীর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাকিল উপজেলার ধল্লা ইউনিয়নের আঠালিয়া গ্রামের মো. কাশিমের পুত্র।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায় , ঈদ উপলক্ষে শাকিল তার দুই বন্ধুকে নিয়ে দুপুরে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। এক পর্যায়ে আবেদ মুন্সির বাড়ির সামনে একটি অটোরিকশার সঙ্গে তাদের মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে নিহত হয় শাকিল। গুরুতর আহত হয় শুভ ও মকবুল। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।

সিংগাইর থানার ওসি মো. জিয়ারুল ইসলাম বলেন, অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

সোনালী/ সা