ঢাকা | জানুয়ারী ১১, ২০২৫ - ২:২০ পূর্বাহ্ন

ঈদের প্রাক্কালে গাজায় শরণার্থী শিবিরে ইসরাইলি হামলা, নিহত ১৪

  • আপডেট: Wednesday, April 10, 2024 - 12:54 pm

অনলাইন ডেস্ক: মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের প্রাক্কালে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের নুসেইরাত শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে ইসরাইল। এতে কমপক্ষে ১৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন শিশু।ঈদুল ফিতরের আগের দিন মঙ্গলবার সন্ধ্যায় এ হামলা চালানো হয় বলে ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে।

নুসেইরাত শরণার্থী শিবিরের একটি বাড়িতে চালানো ইসরাইলের এ বোমা হামলায় আরও অনেকে আহত হয়েছেন বলে জানা গেছে।

মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরের আল-জাওয়াইদা এলাকায় আবু ইউসুফ পরিবারের একটি বাড়ি থেকে ১৪ জনের মৃতদেহ উদ্ধার করার কথা জানিয়েছে গাজার সিভিল ডিফেন্স। এর আগে হামলার পর তাৎক্ষণিকভাবে চার শিশুসহ অন্তত ১০ ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানানো হয়েছিল। পরে মৃতের সংখ্যা বেড়ে ১৪ জনে পৌঁছায়।

আল জাজিরার হাতে আসা এক্সক্লুসিভ ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, ইসরাইলি হামলায় নিহত অন্তত ১০ জনের মৃতদেহ দেইর আল-বালাহের আল-আকসা শহীদ হাসপাতালে পৌঁছেছে। নিহতদের মধ্যে চার শিশুর লাশও রয়েছে।

এর আগে গত মাসের দ্বিতীয় সপ্তাহেও গাজা ভূখণ্ডের নুসেইরাত শরণার্থী শিবিরে হামলা চালিয়েছিল ইসরাইল। এতে কমপক্ষে ১৩ ফিলিস্তিনি নিহত হন। নিহতদের সবাই নারী ও শিশু ছিল। প্রাথমিক পরিসংখ্যান অনুযায়ী, গাজা উপত্যকায় চলমান ইসরাইলি আগ্রাসনের ফলে এ পর্যন্ত ৩৩ হাজার ৩৬০ জন নিহত হয়েছে, যাদের বেশিরভাগই শিশু এবং নারী। এ ছাড়া ৭৫ হাজার ৯৯৩ জনেরও বেশি আহত হয়েছে।

 

সোনালী/ সা