াকা | এপ্রিল ২, ২০২৫ - ১১:২৮ পূর্বাহ্ন

শাওয়ালের চাঁদ দেখা গেছে, আগামীকাল ঈদুল ফিতর

  • আপডেট: Wednesday, April 10, 2024 - 9:38 pm

অনলাইন ডেস্ক: বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন হবে। বুধবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন এ তথ্য জানিয়েছে। মঙ্গলবার দেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় এবার ৩০ রমজান পূর্ণ হয়েছে আজ বুধবার। ফলে আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

এর আগে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় (মাগরিবের নামাজের পর) ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে আয়োজিত বৈঠক শেষে এ তথ্য জানায় জাতীয় চাঁদ দেখা কমিটি।

এদিকে আজ বুধবার মধ্যপ্রাচ্যের সৌদি আরবসহ ইউরোপের বিভিন্ন দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। এছাড়াও সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ বাংলাদেশের বিভিন্ন জেলায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।

আগামীকাল বৃহস্পতিবার রাজধানীতে ঈদুল ফিতরের প্রধান জামাত হবে জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায়। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, সুপ্রিম কোর্টের বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, রাজনীতিবিদসহ সব শ্রেণি পেশার মানুষ এ জামাতে অংশ নেবেন।

তবে আবহাওয়া প্রতিকূল থাকলে সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে জাতীয় ঈদগাহ ময়দানের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ঈদ জামাতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ রুহুল আমিন ইমাম এবং মুকাব্বির হিসেবে থাকবেন মুয়াজ্জিন ক্বারী মুহাম্মদ হাবিবুর রহমান।

 

সোনালী/ সা

Hi-performance fast WordPress hosting by FireVPS