ঢাকা | জানুয়ারী ১০, ২০২৫ - ৪:৫৫ অপরাহ্ন

রাজশাহীতে শতাধিক পানবরজ আগুনে পুড়ে ছাই

  • আপডেট: Tuesday, April 9, 2024 - 12:03 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীর দুর্গাপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪০ পানচাষির ২০ বিঘা জমির পানবরজ পুড়ে ছাই হয়েছে। সোমবার বিকালে উপজেলার বখতিয়ারপুর গ্রামের মাঠে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে দুর্গাপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

দুর্গাপুর ফায়ার সার্ভিসের টিম লিডার শাহিনুল ইসলাম জানান, পানবরজ খড় বাঁশ দিয়ে তৈরি করা হয়। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। শতাধিক পানবরজ পুড়ে যাওয়ায় চাষিদের কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে।

সোনালী/ সা