ঢাকা | অক্টোবর ৮, ২০২৪ - ১২:৩৬ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার

  • আপডেট: Tuesday, April 9, 2024 - 11:20 am

অনলাইন ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ায় কনটেইনার ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার প্রায় সাড়ে সাত ঘণ্টা পর বগিটি উদ্ধার করা হয়েছে। স্বাভাবিক হয়েছে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের দুই লাইনেই ট্রেন চলাচল। মঙ্গলবার সকাল ৭টার দিকে লাইনচ্যুত বগিটি উদ্ধার করা হয়। এর আগে সোমবার রাত সাড়ে ১২টায় সদর উপজেলার দাড়িয়াপুর এলাকায় চট্টগ্রামে থেকে ঢাকাগামী মালবাহী ট্রেনটি লাইনচ্যুত হয়।

তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও আপলাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। তবে ডাউন লাইন দিয়ে রেল চলাচল স্বাভাবিক রাখা হয়।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের মাস্টার মো. জসিম উদ্দিন জানান, কনটেইনার ট্রেনটির একটি বগির দুইটি চাকা ব্রাহ্মণবাড়িয়া স্টেশনের অদূরে দাড়িয়াপুর এলাকায় বিকট শব্দে লাইনচ্যুত হয়।

রাতেই উদ্ধারকাজ শুরু হয় বলে জানান আখাউড়া রেলওয়ে জংশনের লোকো ইন্সপেক্টর নজরুল ইসলাম। উদ্ধারের পর সকাল আটটা থেকে আপ ও ডাউন দুই লাইন দিয়েই ট্রেন চলাচল করছে।

 

সোনালী/ সা