ঢাকা | জানুয়ারী ৯, ২০২৫ - ৩:৫৭ অপরাহ্ন

সিরাজগঞ্জে পিকআপ উল্টে গার্মেন্টস শ্রমিক নিহত, আহত ১৫

  • আপডেট: Monday, April 8, 2024 - 12:36 pm

অনলাইন ডেস্ক: সিরাজগঞ্জে পিকআপ ভ্যান উল্টে এক নারী গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছে আরও অন্তত ১৫ জন। গতকাল রোববার রাতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বিষয়টি নিশ্চিত করেন। নিহত শ্রমিকের নাম রেহানা খাতুন।

এদিকে যানবাহনের চাপ থাকলেও যান চলাচল স্বাভাবিক রয়েছে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে। কোথাও যানজট চোখে পড়েনি।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি আব্দুল কাদের জিলানী বলেন, একটি পিকআপভ্যানে করে গার্মেন্টস শ্রমিকেরা ঢাকা থেকে লালমনিরহাটের দিকে যাচ্ছিল। রাতে দ্রুত গতির পিকআপভ্যান বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বরে পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই রেহানা খাতুন নামে এক নারী গার্মেন্টস শ্রমিক নিহত হয়। গুরুতরভাবে আহত হয় নারী, শিশুসহ আরও অন্তত ১৫ জন ঘরমুখো মানুষ। উন্নত চিকিৎসার জন্য আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।

 

সোনালী/ সা