ঢাকা | জানুয়ারী ১০, ২০২৫ - ৮:২৩ অপরাহ্ন

সুজানগরে ভিজিএফের চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন

  • আপডেট: Sunday, April 7, 2024 - 1:15 pm

স্টাফ রিপোর্টার: আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে পাবনার সুজানগর উপজেলার অসহায় ও হতদরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ভিজিএফ এর চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় ও হতদরিদ্রদের মাঝে এ ভিজিএফ এর চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির।

উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা ও সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন উপস্থিত ছিলেন।

পরে উপজেলার তাঁতীবন্দ ইউনিয়নের অসহায় ও হতদরিদ্রদের মাঝেও এ চাল বিতরণ করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মানবিক কর্মসূচির আওতায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পৌরসভাসহ সুজানগর উপজেলার সকল ইউনিয়নের অসহায় ও হতদরিদ্রদের মাঝে জনপ্রতি ১০ কেজি করে বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য (চাল) বিতরণ করা হবে।

 

সোনালী/ সা