ঢাকা | জানুয়ারী ১০, ২০২৫ - ১১:১৩ পূর্বাহ্ন

জয়পুরহাটে শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

  • আপডেট: Sunday, April 7, 2024 - 1:12 pm

অনলাইন ডেস্ক: জয়পুরহাট জেলা মটর শ্রমিক ইউনিয়নের পক্ষ হতে ঈদ উপহার সামগ্রী সেমাই, চিনি, আটা, দুধ ও চাল শাড়ী, লুঙ্গি ও শার্টসহ অন্যান্য সামগ্রী সদস্যদের মধ্যে বিতরণ করা হয়েছে। শনিবার (৬ এপ্রিল) দুপুরে বাসস্ট্যান্ড এলাকায় জেলা মটর শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে এসব সামগ্রী বিতরণ করা হয়।

জয়পুরহাট শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম, জয়পুরহাট পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, জেলা বাস মিনিবাস মালিক গ্রুপের সভাপতি আনিসুর রহমান লিটন, জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক শাহেদ আল মামুন ও ট্রাফিক ইন্সপেক্টর আশরাফ আলীসহ জেলা মোটর শ্রমিকইউনিয়নের সহ-সভাপতি গোলাম মোর্তুজা শিবলু, সড়ক সম্পাদক জাহাঙ্গীর আলম তুহিনসহ অন্যান্য শ্রমিক নেতারা।

অনুষ্ঠানে প্রায় ৫ হাজার শ্রমিকদের মাঝে এসব ঈদ উপহার সামগ্রী তুলে দেন অতিথিরা।

 

সোনালী/ সা