ঢাকা | ডিসেম্বর ২২, ২০২৪ - ১২:০৮ অপরাহ্ন

বড়াইগ্রামে সাংবাদিকদের সাথে এমপির মতবিনিময়

  • আপডেট: Sunday, April 7, 2024 - 7:15 pm

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।

রোববার বনপাড়া এস আর পাটোয়ারী কোয়ালিটি এডুকেয়ার ইনস্টিটিউট চত্ত্বরে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী।

প্রবীণ আওয়ামী লীগ নেতা আব্দুস সোবহান প্রামাণিকের সভাপতিত্বে ও আব্দুল করিম মাষ্টারের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে নাটোর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার নাজমুল হাসান, নাটোর ইউনিক প্রেসক্লাবের সভাপতি চ্যানেল টোয়েন্টিফোর প্রতিনিধি দেবাশীষ সরকার, চলনবিল প্রেসক্লাব সভাপতি দৈনিক কালের কন্ঠ প্রতিনিধি আলী আককাছ, বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাব সভাপতি যুগান্তর প্রতিনিধি অহিদুল হক ও গুরুদাসপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাজেদুর রহমান সাজ্জাদ, দৈনিক মানবজমিন প্রতিনিধি অমর ডি কস্টা, দৈনিক করতোয়া প্রতিনিধি সাইফুর রহমান ও দৈনিক জনতা প্রতিনিধি রেজাউল করিম মৃধা বক্তব্য রাখেন।

মতবিনিময় সভায় নাটোর, বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত শতাধিক সাংবাদিক অংশ নেন।

সোনালী/জেআর