ঢাকা | সেপ্টেম্বর ১২, ২০২৪ - ৯:০৯ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

  • আপডেট: Sunday, April 7, 2024 - 12:40 pm

অনলাইন ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা ও পাগলা নদীতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকালে শিবগঞ্জ উপজেলার তর্তিপুর ও দুপুরে ভোলাহাট উপজেলার বজরাটেক এলাকায় নদীতে ডুবে এই তিন শিশুর মৃত্যু হয়। নিহতদের মধ্যে ভোলাহাট উপজেলার দুজন হলো রাধানগর কলোনির আব্দুল কাদেরের ছেলে জিহাদ মিয়া ও সুবেদ মিস্ত্রির ছেলে আজিজুল হক। অন্য শিশু শিবগঞ্জ উপজেলার তর্তিপুরের স্কুলের ছাত্রী প্রিয়াংকা।

ভোলাহাট থানার ওসি সুমন কুমার ও ফায়ার সার্ভিসের টিম লিডার ফরিদ উদ্দীন জানান, দুপুরে ভোলাহাটের বজরাটেক এলাকায় মহানন্দা নদীতে গোসল করতে যায় জিহাদ ও আজিজুলসহ আরও দুজন। তারা বল নিয়ে খেলছিল। এমন সময় চারজনই স্রোতের তোড়ে ভেসে যায়। দুজন সাঁতরে তীরে উঠলেও তলিয়ে যায় জিহাদ ও আজিজুল। পরে বিকাল ৩টার দিকে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা তাদের লাশ উদ্ধার করেন।

অন্যদিকে সকালে শিবগঞ্জে তর্তিপুর ঘাটে গোসল করতে নামে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী প্রিয়াংকা। এ সময় অসাবধানতাবশত ডুবে যায় সে। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে।  প্রিয়াংকা রানীহাটি কামারপাড়ার রূপ কুমারের মেয়ে। শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

 

সোনালী/ সা