ঢাকা | ডিসেম্বর ৩০, ২০২৪ - ১১:৫৬ অপরাহ্ন

লাইনে উঠে পড়া ট্রাকে ট্রেনের ধাক্কা, নিহত ২

  • আপডেট: Friday, April 5, 2024 - 2:21 pm

অনলাইন ডেস্ক: ফেনীর মুহুরীগঞ্জে বালুবাহী ট্রাকে ট্রেনের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন ট্রাকচালক ও অপরজন ট্রেনের যাত্রী বলে জানা গেছে। তবে দুর্ঘটনাকবলিত লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকলেও অপর লাইনে ট্রেন চলাচল করছে।

শুক্রবার সকাল সোয়া ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ সুপার জাকির হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

ফেনী রেলস্টেশন সূত্র জানায়, ঢাকা থেকে চট্টগ্রামগামী চট্টগ্রাম মেইল ট্রেন সকাল সোয়া ৮টার দিকে ফেনীর মুহুরীগঞ্জ এলাকায় পৌঁছলে লাইনে উঠা একটি ট্রাককে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলে ২ জন নিহত হন। নিহতদের মধ্যে একজন ট্রাক ড্রাইভার ও অপরজন ট্রেনের যাত্রী বলে জানা যায়।

ফেনী পুলিশ সুপার জাকির হাসান জানান, ফেনীর মুহুরীগঞ্জে বালুবাহী একটি ট্রাক রেললাইন ক্রস করার সময় ট্রাকটি আটকে যায়। এ সময় ঢাকা থেকে চট্টগ্রামগামী টু ডাউন চট্টগ্রাম মেইল ট্রেনটি ট্রাকটিকে ধাক্কা দিয়ে টেনে নিয়ে যায়।

 

সোনালী/ সা