ঢাকা | জানুয়ারী ১০, ২০২৫ - ৯:৫৫ অপরাহ্ন

মান্দায় ঠিকাদার কল্যাণ সমিতির মতবিনিময় সভা

  • আপডেট: Friday, April 5, 2024 - 7:45 pm

মান্দা (নওগাঁ) প্রতিনিধি: মান্দায় ঠিকাদার কল্যাণ সমিতির উদ্যোগে নওগাঁ জেলা ঠিকাদার কল্যাণ সমিতির নেতৃবৃন্দদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বেলা ৩টার সময় শাহাপুর ব্র্যাক অফিসের সামনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মান্দা উপজেলা ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নওগাঁ জেলা ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি হাসানুর আল মামুন।

বিশেষ আতিথি হিসেবে বক্তব্য দেন জেলা সমিতির সাধারণ সম্পাদক ইকবাল শাহারিয়ার (রাসেল), সহ-সভাপতি সাজেদুর রহমান লালটু, আব্দুর রহমান খাঁন রিন্টু, দপ্তর সম্পাদক রোকনুজ্জামান (রোকন), অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মান্দা ঠিকাদার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম।

আলোচনা সভা শেষে মান্দা ঠিকাদার কল্যাণ সমিতির একত্রিশ সদস্য বিশিষ্ট নবগঠিত কমিটির অনুমোদন দেন।

সোনালী/জেআর