ঢাকা | জানুয়ারী ১০, ২০২৫ - ৩:৪৬ অপরাহ্ন

পুলিশের অভিযানে কিশোর গ্যাংয়ের ৫ জন গ্রেপ্তার

  • আপডেট: Friday, April 5, 2024 - 9:55 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে পুলিশ অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ৫ জনকে গ্রেপ্তার করেছে।

গত বৃহস্পতিবার রাতে নগরীর শাহমখদুম থানা পুলিশের একটি দল বোয়ালিয়া থানার গৌরহাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলো- রহিদুল ইসলাম (২০), রবিন (১৯), নাসির (১৯), রকি আহমেদ শিমুল (১৯) ও ফারহান আরাফাত (১৯)।

রহিদুল ইসলাম রাজশাহী নগরীর শাহমখদুম থানার পবা নতুনপাড়ার মৃত মোহাম্মদ আলীর ছেলে, রবিন চন্দ্রিমা থানার ছোনবনগ্রামের রিপনের ছেলে, নাসির আসাম কলোনীর মৃত জলিলের ছেলে, রকি শাহমখদুম থানার পবা নতুনপাড়ার মৃত সাত্তারের ছেলে ও আরাফাত চন্দ্রিমা থানার আসাম কলোনী রবের মোড়ের দেলোয়ারের ছেলে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সোনালী/জেআর