ঢাকা | জুলাই ২, ২০২৫ - ৭:৪১ অপরাহ্ন

ছুটির দিনে ট্রেনে যাত্রীদের ভিড়, যুক্ত হলো বিশেষ ট্রেন

  • আপডেট: Friday, April 5, 2024 - 11:27 am

অনলাইন ডেস্ক: ট্রেনে ঈদ যাত্রার তৃতীয় দিনে কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। ঈদ যাত্রায় যাত্রীচাপ সামাল দিতে আজ থেকে যুক্ত হয়েছে ৮ জোড়া বিশেষ ট্রেন। আজ শুক্রবার ছুটির দিনে ভোর থেকেই কমলাপুর রেলস্টেশনে আসতে থাকেন যাত্রীরা। তাদের গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য প্ল্যাটফর্মে একের পর এক ট্রেন ভিড়ছে।

যাত্রীরা বলছেন, স্বাচ্ছন্দ্যে গন্তব্যে পৌঁছাতে ট্রেনে টিকিট করেছেন তারা।

কর্তৃপক্ষ জানায়, প্রতিদিন ৬৭ জোড়া ট্রেন চলছে। যার মধ্যে ৪২ জোড়া আন্তঃনগর। ঈদ যাত্রায় যাত্রীচাপ সামাল দিতে আজ থেকে যুক্ত হয়েছে ৮ জোড়া বিশেষ ট্রেন।

রেল কর্তৃপক্ষ জানায়, শেষ মুহূর্তের সরকারি-বেসরকারি ছুটি ও গার্মেন্টস ছুটি হলে যাত্রীর চাপ বেড়ে যাবে। সেদিকে লক্ষ্য রেখে বিশেষ ট্রেন চলাচল শুরু হয়েছে।

এছাড়া, অতিরিক্ত যাত্রীর চাপ সামাল দিতে স্টেশনের গেটে তিন স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। টিকিট ছাড়া কাউকে রেলস্টেশনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

 

সোনালী/ সা

Hi-performance fast WordPress hosting by FireVPS