ঢাকা | জানুয়ারী ১০, ২০২৫ - ৭:১৭ পূর্বাহ্ন

শিক্ষার্থীদের সু-শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে: আসাদ

  • আপডেট: Friday, April 5, 2024 - 7:19 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য মোহা. আসাদুজ্জামান আসাদ বলেছেন, ‘শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পাশের হার বাড়লে হবে না। শুধু শিক্ষিত নয়, সু-শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে ছাত্র-ছাত্রীদের। অভিভাবকের দায়িত্বও পালন করতে হবে শিক্ষকদের।’

শুক্রবার বিকালে জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান মানজালের সভাপতিত্বে নির্বাচনি আসন পবা-মোহনপুরের বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক ও সাংবাদিকদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পবা উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এসএম কামরুজ্জামানসহ পবা ও মোহনপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধাগণ, অধ্যক্ষ সাইফুল ইসলাম, অধ্যক্ষ আফছার আলী, প্রধান শিক্ষক ফেরদৌস আলী, প্রধান শিক্ষক সামসুদ্দীন প্রামানিক, মোহনপুর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক কাইয়ুমসহ পবা ও মোহনপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, পবা উপজেলা প্রেসক্লাব ও মোহনপুর উপজেলার সাংবাদিকবৃন্দ।