ঢাকা | জানুয়ারী ১১, ২০২৫ - ৫:০৬ পূর্বাহ্ন

নেপালের সাংবাদিকদের সাথে আরটিজেএর মতবিনিময়

  • আপডেট: Friday, April 5, 2024 - 8:59 pm

স্টাফ রিপোর্টার: নেপালের একদল সাংবাদিকের সাথে রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (আরটিজেএ) নির্বাহী কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় নগরীর কুমারপাড়ায় এক হোটেলে এ সভার আয়োজন করা হয়।

এ সময় সাংবাদিকতার উন্নয়ন, দুই দেশের রাজনৈতিক অর্থনৈতিক অবস্থা, নগর উন্নয়ন ও আর্থসামাজিক অবস্থা, পর্যটন উন্নয়ন বিষয়সহ সাংবাদিকদের নানা অভিজ্ঞতা নিয়ে আলোচনা হয়। এতে দুই দেশের সাংবাদিকরা তাদের দেশের উন্নয়নে ভূমিকা রাখতে গণমাধ্যমের নানা দিক নিয়ে আলোচনা করেন।

এ সময় দুই দেশের সাংবাদিকরায় তাদের অভিজ্ঞতার বিনিময়, পেশাগত উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহণের প্রস্তাব রাখেন। পরে নেপালের সাংবাদিকরা নেপালের নাগরিকদের পক্ষ থেকে রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাহী সদস্যদের সাথে তাদের সুভেনির বিনিময় করেন।

মতবিনিময়কালে নেপালের পক্ষে অংশ নেন নেপালের ফেডারেশান নেপালিজ জার্নালিস্ট এফএনজে’র সাধারণ সম্পাদক অশিশ ঠাকুরী, নেপাল বাংলাদেশ ইয়োথ কনক্লেভ এর চেয়ারম্যান আভিনব চৌধুরী ও অনলাইন কেন্দ্র ডট কম এর সম্প্রাদকীয় প্রধান রাজ গোঙ্গানা।

বাংলাদেশের পক্ষে রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি আমীর ফয়সাল, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, সহ-সাধারণ সম্পাদক রায়হানুল ইসলাম, নির্বাহী সদস্য মোস্তাফিজুর রহমান সোহান, শাহীন আলম উপস্থিত ছিলেন।

এসময় রাজশাহীর দুই সিনিয়র সাংবাদিক এনটিভির শ ম সাজু ও বাংলাদেশ প্রতিদিনের কাজী শাহেদ রাজশাহী ও নেপালের মধ্যে মিডিয়া অভিজ্ঞতা বিনিময় সংক্রান্ত কার্যক্রম নিয়ে বিশেষ সেশনে বক্তব্য রাখেন।

এতে আরটিজেএ এবং নেপালের মিডিয়া কমিউনিটির মধ্যে স্পেশাল এক্সচেঞ্জ ট্যুর আয়োজনের ব্যাপারে বিশেষ সমঝোতা চুক্তি হয়। পরে আরটিজেএ এর সভায় নেপালের মিডিয়া দলের আমন্ত্রণে দ্রুততম সময়ের মধ্যে আরটিজেএ এর একটি টিম নেপাল সফর করতে যাবার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সোনালী/জেআর