ঢাকা | জুলাই ২৭, ২০২৪ - ৫:২৬ পূর্বাহ্ন

চাঁপাই সীমান্তে বিএসএফের গুলিতে নিহত যুবকের মরদেহ ফেরত

  • আপডেট: Friday, April 5, 2024 - 7:55 pm

চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: চাঁপাইনবাবগঞ্জের রোকনপুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবক সাইফুল ইসলামের(৩২) মরদেহ পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ।

বৃহস্পতিবার রাতে নওঁগা ১৬ বিজিবি’র অধীনে রোকনপুর বিওপি ক্যাম্পের বিজিবি সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। পরে বিজিবি গোমস্তাপুর থানা পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করলে পুলিশ নিহতের পরিবারের কাছে সাইফুলের লাশ বুঝিয়ে দেয়।

১৬ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ সাদিকুর রহমান বিষিয়টি নিশ্চিত করেছেন। অধিনায়ক জানান,‘ গোমস্তাপুর উপজেলার রহনপুর কোম্পানির অধীনে রোকনপুর সীমান্তের আর্ন্তজাতিক সীমানা পিলার ২১৯/৬০ আর এর নিকট পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর রাত সাড়ে ৯টায় মরদেহ পুলিশের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

উল্লেখ্য গত মঙ্গলবার দিবাগত রাতে নওঁগা ১৬ বিজিবির অধীনে রোকনপুর বিওপি ক্যাম্প এলাকা দিয়ে সাইফুল ইসলাম সহ কয়েকজন গরু আনতে ভারতে চোরাই পথে প্রবেশ করে।

এ সময় ভারতের অভ্যন্তরে বিএসএফের ১৫৯ ইটাঘাটি ক্যাম্পের জওয়ানরা তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়লে ঘটনাস্থলেই মারা যায় সাইফুল ইসলাম। নিহত সাইফুল ইসলাম উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর ঠাকুরপুকুর গ্রামের মৃত সামাদ আলী ওরফে হাসান গোয়ালার ছেলে।

সোনালী/জেআর