ঢাকা | জানুয়ারী ৯, ২০২৫ - ১:৩৭ পূর্বাহ্ন

একান্তে সময় কাটাতে দেশ ছেড়েছেন বিজয়-রাশমিকা

  • আপডেট: Friday, April 5, 2024 - 11:34 am

অনলাইন ডেস্ক: দক্ষিণের অন্যতম খ্যাতিমান তারকা বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানার প্রেমের কথা এখন সবারই জানা। এ ব্যাপারে তারা কোনো কথা বলতেই চান না। তবে সবারই জানা যে রুপালি পর্দার রসায়ন বাস্তব জীবনেও গড়িয়েছে।

সম্প্রতি শোনা যাচ্ছে, এই সম্পর্ককে স্বীকৃতি দিতে চাইছেন বিজয়-রাশমিকা। লিভ-ইন করছেন তারা। এবার একসঙ্গে ছুটি কাটাতে বিদেশে গেছেন এই যুগল।

রাশমিকা বেশ কিছু ছবি ও ভিডিও তার ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন। তাতে দেখা যায়, কখনো দুবাইয়ের মরুভূমির বুক চিরে ছুটে যাচ্ছে তার গাড়ি। আবার কখনো বিলাসবহুল হোটেলে কাটানো মুহূর্ত শেয়ার করেছেন তিনি। অন্যদিকে বিজয় দেবেরাকোন্ডা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ভিডিও পোস্ট করেছেন। তাতে দেখা যায়, একই লোকেশনে সেই ভিডিও তোলা হয়েছে।

যদিও কোনো ছবি বা ভিডিওতে একসঙ্গে দেখা যায়নি বিজয়-রাশমিকাকে। তবে নেটিজেনদের দাবি, রাশমিকা ও বিজয় একসঙ্গে কোয়ালিটি সময় কাটাচ্ছেন।

সামাজিকমাধ্যমে বিজয়-রাশমিকার দুবাই ট্রিপ নিয়ে আলোচনা হলেও বিষয়টি নিয়ে বরাবরের মতোই মুখে কুলুপ এঁটেছেন তারা।

 

সোনালী/ সা