ঢাকা | জানুয়ারী ১০, ২০২৫ - ৪:২৩ পূর্বাহ্ন

ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ বলল পাকিস্তান

  • আপডেট: Wednesday, April 3, 2024 - 10:48 am

অনলাইন ডেস্ক: আগামী ৯ এপ্রিল পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের আবহাওয়া দফতর (পিএমডি)। সেক্ষেত্রে পরদিন ১০ এপ্রিল পবিত্র ঈদুল ফিতর উদযাপন হতে পারে।

সোমবার পাকিস্তানের আবহাওয়া অফিস বলেছে, ৮ এপ্রিল রাত ১১টা ২১ মিনিটে নতুন চাঁদের ‘জন্ম’ হবে। পরদিন ৯ এপ্রিল সন্ধ্যায় এটির বয়স হবে ১৯ থেকে ২০ ঘণ্টা। সেদিন সূর্যাস্তের পর ৫০ মিনিটের বেশি আকাশে পবিত্র শাওয়ালের এ চাঁদ দেখা যেতে পারে।

৯ এপ্রিল পাকিস্তানের বেশির ভাগ অঞ্চলের আকাশ পরিষ্কার থাকবে, তবে উত্তরাঞ্চলে কিছুটা মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অফিস।

পাকিস্তানে গত ১১ মার্চ এ বছরের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়। পর দিন ১২ মার্চ থেকে শুরু হয় রোজা পালন। আবহাওয়া অফিসের পূর্বাভাস সঠিক হলে দেশটিতে এ বছর ২৯টি রোজা রাখবেন মুসলিমরা।

 

সোনালী/ সা