ঢাকা | সেপ্টেম্বর ১৩, ২০২৪ - ১:৫৮ অপরাহ্ন

নাটোরে মহাসড়কের পাশ থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশ উদ্ধার

  • আপডেট: Tuesday, April 2, 2024 - 12:09 pm

অনলাইন ডেস্ক: নাটোরের বড়াইগ্রামে মহাসড়কের পাশ থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের বনপাড়া বাইপাস এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাফিউল আযম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

বড়াইগ্রাম থানার পুলিশ জানায়, সোমবার রাতে মরদেহটি একটি মাইক্রোবাস থেকে ফেলে দিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে। মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ বছর। স্থানীয় লোকজন রাস্তার পাশে লাশটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পরে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে।

বড়াইগ্রাম থানার ওসি শাফিউল আযম বলেন, উদ্ধারের পর মরদেহ নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এখনো নিহত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে।

 

সোনালী/ সা