ঢাকা | মে ১৬, ২০২৫ - ২:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম

৯ এপ্রিল ছুটি থাকছে না

  • আপডেট: Monday, April 1, 2024 - 12:50 pm

অনলাইন ডেস্ক: ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঈদুল ফিতরের আগে ৯ এপ্রিল (মঙ্গলবার) ছুটি রাখার সুপারিশ করেছিল আইনশৃংখলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। তবে মন্ত্রিসভা বৈঠকে সেই সুপারিশ নাকচ করা হয়েছে। এর ফলে ৯ এপ্রিল ছুটি থাকছে না।

সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠক হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মোজাম্মেল হক বলেন, ‘আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সুপারিশ অনুমোদন দেয়নি মন্ত্রিসভা। মন্ত্রিসভা বলেছে, এমনিতেই এবার বেশ অনেক দিন ছুটি পাওয়া যাচ্ছে। এরমধ‌্যে ৯ এপ্রিল ছুটি দেওয়া হলে ছুটি দীর্ঘ হয়ে যাবে। এতে কাজে স্থবিরতা নামতে পারে। তবে যারা দূরে ঈদ করতে যাবেন তারা তো চাইলে ছুটি নিতে পারেন। তাদের সেই অধিকার আছে।’

 

সোনালী/ সা

Hi-performance fast WordPress hosting by FireVPS