ঢাকা | জানুয়ারী ৩, ২০২৫ - ৯:২২ পূর্বাহ্ন

দুর্গাপুরে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক নিহত, মোটরসাইকেল চালক গ্রেপ্তার

  • আপডেট: Monday, April 1, 2024 - 11:06 pm

দুর্গাপুর প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুরে মোটরসাইকেল- ভ্যানগাড়ী মুখোমুখি সংঘর্ষে ভ্যান চালক মকসেদ আলী (৫৮) নিহত হয়েছে। নিহত মকসেদ আলী দুর্গাপুর পৌর সদর এলাকার মৃত মোসলেম আলীর ছেলে।

সোমবার বিকেলে উপজেলার দেলুয়াবাড়ি ইউনিয়নের কি‌শোরপুর পূর্বপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটার পর মোটরসাইকেল চালক সোহাগ আলীকে আটক করেছে পুলিশ।

এছাড়াও সোহাগ আলীর ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ।

প্রত্যাক্ষদর্শীরা জানান, ভ্যানচালক মকসেদ আলী ভ‌্যানগাড়ী নি‌য়ে কানপাড়া থে‌কে দুর্গাপুর সদরে যাওয়ার সময় অপরদিক থেকে আসা মোটরসাইকেল আরোহী সোহাগের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ভ্যান চালক মকসেদ আলী গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল ইসলাম জানান, ওই ঘটনায় একজন নিহত হয়েছেন। ঘটনার পর মোটরসাইকেল জব্দ করে মোটরসাইকেল চালককে আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা রেকর্ড করা হয়েছে।

সোনালী/জেআর