ঢাকা | জানুয়ারী ২, ২০২৫ - ৬:৩৩ অপরাহ্ন

কেশরহাটে ইয়ামাহা শো-রুমের উদ্বোধন

  • আপডেট: Monday, April 1, 2024 - 7:15 pm

ভ্রাম্যমাণ প্রতিনিধি মোহনপুর: মোহনপুর উপজেলার কেশরহাটে এসিআই মোটরস ইয়ামাহার নতুন শো-রুমের উদ্বোধন করা হয়েছে।

রোববার রাজশাহী-নওগাঁ মহাসড়কের পাশে রহমান পেট্রোল পাম্প সংলগ্ন স্থানে কেশরহাট শাখার উদ্বোধক ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য মোহা. আসাদুজ্জামান আসাদ।

এসময় কেশরহাট শাখা ব্যবস্থাপক দ্বীন ইসলাম হক সুমনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, নওহাটা পৌরসভার মেয়র হাফিজুর রহমান হাফিজ, কেশরহাট পৌরসভার মেয়র শহিদুজ্জামান শহিদ, নওহাটা বাজারের ব্যবসায়ী হাজি আবদুল হক, নওহাটা পৌরসভার প্যানেল মেয়র আজিজুল হক, কেশরহাট পৌরসভার সাবেক কাউন্সিলর রুস্তম আলী প্রামাণিক, রায়ঘাটী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান উসমান গনি প্রামাণিক, কেশরহাট বাজারের স্থানীয় ব্যবসায়ী এবং ইয়ামাহা শাখা সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সোনালী/জেআর