ঢাকা | সেপ্টেম্বর ১৪, ২০২৪ - ২:০৪ অপরাহ্ন

বিয়ের বছর না ঘুরতেই রাহুল-আথিয়ার পরিবারে নতুন অতিথি!

  • আপডেট: Monday, April 1, 2024 - 12:35 pm

অনলাইন ডেস্ক: সুনীল শেঠির মেয়ে আথিয়া শেঠি ২০২৩ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ভারতীয় ক্রিকেটার কেএল রাহুলের সঙ্গে অভিনেত্রী গত বছর জানুয়ারি মাসে সাত পাকে বাঁধা পড়েন। বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই সন্তানসম্ভবা হয়েছেন আথিয়া! এদিন তেমনই আভাস দিয়েছেন বর্ষীয়ান অভিনেতা।

সেখানেই তখন এই শোয়ের সঞ্চালিকা ভারতী সিং সুনীলকে জিজ্ঞেস করেন— তিনি যখন দাদু হবেন কেমন দাদু হবেন?

উত্তরে বর্ষীয়ান অভিনেতা বলেন, ‘হ্যাঁ, পরের সিজনে আমি যখন এখানে আসব, তখন আমি স্টেজে একজন দাদু হয়েই হাঁটব।’

আর এখান থেকেই উসকে গেছে সব জল্পনা। যদিও এটা তিনি স্রেফ কথার কথা হিসেবে বলেছেন নাকি সত্যিই এমন কিছু ঘটেছে, সেটি এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

আথিয়া শেঠি যদি সত্যি মা হতে চলেছেন, তা হলে তাদের পরিবারের তরফে যতক্ষণ না নিশ্চিত করে কিছু জানানো হচ্ছে, ততক্ষণ সন্দেহ থাকছেই।

সোনালী/ সা