ঢাকা | মে ১৪, ২০২৫ - ৮:৫৬ অপরাহ্ন

শিরোনাম

পার্বতীপুরে গভীর নলকূপ কমান্ডিং এলাকায় স্থাপনের প্রতিবাদ

  • আপডেট: Monday, April 1, 2024 - 4:00 pm

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: পার্বতীপুরে গভীর নলকূপের কমান্ডিং এরিয়ার মধ্যে নতুন করে গভীর নলকূপ স্থাপনের চেষ্টা করার দাবিতে সংবাদ সম্মেলন করেন বিমল চন্দ্র রায়।

সোমবার দুপুরে পার্বতীপুর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের খামারপাড়া গ্রামের বিমল চন্দ্র এর উঠানে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। তিনি সংবাদ সম্মেলনে বলেন, পলাশবাড়ী ইউনিয়নের খামারপাড়া গ্রামের নিয়ম বহির্ভূতভাবে আমার গভীর নলকূপের কমান্ডিং এলাকার মধ্যে মেহেরুল নামে এক ব্যক্তি নতুন করে তার নলকূপ স্থাপনের পায়তারা করায় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেয়ার জোর আহ্বান জানান এবং প্রশাসন এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।

সংবাদ সম্মেলনের উপস্থিত ছিলেন জিয়াউর রহমান, সুজন রায়, মন মোহন রায়সহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ প্রমুখ।

সোনালী/জেআর

Hi-performance fast WordPress hosting by FireVPS