ঢাকা | জানুয়ারী ৮, ২০২৫ - ৯:০৪ পূর্বাহ্ন

শিরোনাম

লালপুরে সড়ক দূর্ঘটনায় কাপড় ব্যবসায়ীর মৃত্যু

  • আপডেট: Friday, March 29, 2024 - 9:15 pm

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে সড়ক দূর্ঘটনায় বাবুল আকতার (৩৫) নামের এক কাপড় ব্যবসায়ী মৃত্যু হয়েছে। এঘটনায় ইনছার আলী ও সৈকত নামের আরো দুইজন আহত হয়েছে।

শুক্রবার দিবাগত রাত পৌনে ১টার দিকে লালপুর-বাঘা আঞ্চলিক মহাসড়কের কসাইপাড়া এলাকায় এঘটনা ঘটে। নিহত বাবুল উপজেলার সাইপাড়া গ্রামের ইনসার আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার ওসি নাছিম আহমেদ জানান, রাতে লালপুর বাজারে তার কাপড়ের দোকান বন্ধ করে ছোট ভাই সৈকত ও পিতা ইনছার আলীকে নিয়ে মোটর সাইকেলযোগে বাড়ি ফেরার পথে লালপুর-বাঘা আঞ্চলিক মহাসড়কের কসাইপাড়া এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে রাস্তার উপর সিটকে পড়ে তারা গুরুতর আহত হন।

এসময় স্থানীয়রা আহত অবস্থায় তাদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বাবুলকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন ও আহত অপর দুইজনকে চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি রাখেন। পরে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বাবুলের মৃত্য হয়।

সোনালী/জেআর