ঢাকা | জানুয়ারী ১০, ২০২৫ - ৪:০০ অপরাহ্ন

অবশেষে আজরাইল গ্রেপ্তার

  • আপডেট: Friday, March 29, 2024 - 12:24 pm

অনলাইন ডেস্ক: কক্সবাজার জেলার মহেশখালী উপজেলায় সিরিয়াল কিলার হিসেবে পরিচিত মো. লোকমান ওরফে আজরাইলকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেলে র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) আবু সালাম চৌধুরী আজরাইলকে গ্রেপ্তারের বিষয়টি জানিয়েছেন।

এর আগে, বুধবার (২৭ মার্চ) ভোরে বঙ্গোপসাগরের সোনাদিয়া দ্বীপের একটি গোপন আস্তানা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি জানান, ২০০৭ সালে লোকমান ও তার বাহিনীর সদস্যরা পরিকল্পিতভাবে হামলা চালিয়ে কালামারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওসমান গনিকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে। এছাড়া ২০১১ সালে জলদস্যু দমনে সরকারি বাহিনীকে সহায়তা করার সন্দেহে হাফেজ আব্দুল গফুরকেও কুপিয়ে হত্যা করে।

তিনি আরও জানান, নিজেদের আধিপত্য বিস্তার করতে লোকমান ও তার বাহিনীর সদস্যরা মহেশখালীর মাছ ব্যবসায়ী মোহাম্মদ ওসমান গনিকে কুপিয়ে হত্যা করে। এছাড়া মৎস্যজীবী বেলাল হোসেন হত্যার সঙ্গে জড়িত রয়েছে আজরাইল।

 

সোনালী/সা