ঢাকা | জানুয়ারী ১১, ২০২৫ - ৪:১০ পূর্বাহ্ন

তাড়াশে গৃহবধ‍ূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • আপডেট: Thursday, March 28, 2024 - 12:19 pm

অনলাইন ডেস্ক: সিরাজগঞ্জের তাড়াশে পাখি খাতুন (২৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৭ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের মাঝদক্ষিণা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত পাখি ওই গ্রামের হোসাইনের স্ত্রী।

দেশীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জ্ঞানেন্দ্রনাথ বসাক জানান, ৫-৭ বছর আগে মাধাইনগর ইউনিয়নে মালশীন গ্রামের রইছ উদ্দিনের মেয়ে সাদিয়া খাতুন পাখিকে বিয়ে করেন মাঝদক্ষিণা গ্রামের আরশাফ আলীর ছেলে হোসাইন।

তাড়াশ থানার ওসি (তদন্ত) নূরে আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য আজ সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর জানা যাবে হত্যা নাকি আত্মহত্যা।
সোনালী/ সা