ঢাকা | জানুয়ারী ৯, ২০২৫ - ১০:১৪ অপরাহ্ন

এক পা নিয়ে জন্ম নিলো শিশু, নেই প্রস্রাব-পায়খানার রাস্তা

  • আপডেট: Thursday, March 28, 2024 - 12:57 pm

অনলাইন ডেস্ক: দিনাজপুরে এক পা নিয়ে জন্ম নিয়েছে এক শিশু। শিশুটির প্রস্রাব-পায়খানার রাস্তাও নেই। তার লিঙ্গ নির্ধারণও করতে পারেননি চিকিৎসকরা। বুধবার (২৭ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে বিরামপুর উপজেলার মডার্ন ক্লিনিকে অস্ত্রোপচারের মাধ্যমে শিশুটির জন্ম হয়।

শিশু ও মা দুজনই সুস্থ আছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ক্লিনিক সূত্রে জানা যায়, প্রসব ব্যথা নিয়ে ওই প্রসূতি বিকেল ৪টার দিকে ক্লিনিকে ভর্তি হন। সাড়ে ৪টার দিকে গাইনি চিকিৎসক তাহেরা খাতুন তাকে অস্ত্রোপাচার করেন। এসময় ওই প্রসূতি দুটি যমজ সন্তান জন্ম দেন। এর মধ্যে একটি মেয়ে। তবে অন্যটি ছেলে না মেয়ে তা বোঝা যাচ্ছে না। তবে শিশুটির একটি পা রয়েছে।

চিকিৎসক তাহেরা খাতুন বলেন, শিশুটি শুধু এক পা নিয়েই জন্মায়নি, তার প্রস্রাব-পায়খানার রাস্তাও নেই। জন্মগত ত্রুটি থাকার কারণে এমন সমস্যা হয়েছে। যেভাবে হাত-পা তৈরি হওয়ার কথা সেভাবে হয়নি।

তিনি বলেন, এমনটা খুব কম শিশুর ক্ষেত্রেই হয়। প্রতি ৪-৫ লাখে একজন এমন শিশু জন্ম নেয়। আমরা শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেছি।

 

সোনালী/ সা