ঢাকা | জানুয়ারী ৩, ২০২৫ - ৯:৪৯ পূর্বাহ্ন

পাঁচ মিনিটের ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড তিন গ্রাম

  • আপডেট: Thursday, March 28, 2024 - 8:55 pm

অনলাইন ডেস্ক: ফরিদপুরের আলফাডাঙ্গায় পাঁচ মিনিটের ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড হয়েছে তিনটি গ্রামের অন্তত ৪০টি বসতঘর। এসময় ঝড়ে গাছপালা ও বিদ্যুতের খুঁটি উপড়ে ও ভেঙে যায়।

খবর পেয়ে বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারমীন ইয়াছমীন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এর আগে বুধবার (২৭ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বানা ইউনিয়নের টাবনী, পাকুড়িয়া, শিরগ্রামের উপর দিয়ে এ ঘূর্ণিঝড় বয়ে যায়।

আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারমীন ইয়াছমীন বলেন, খবর পেয়ে আমরা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকায় পরিদর্শনে গিয়েছিলাম। ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহযোগিতা করতে প্রশাসন কাজ করছে।

সোনালী/জেআর