ঢাকা | নভেম্বর ২৬, ২০২৪ - ১:৩৪ অপরাহ্ন

পবায় ‘জনগণের কথা’ শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত

  • আপডেট: Thursday, March 28, 2024 - 7:00 pm

স্টাফ রিপোর্টার: জেলা তথ্য অফিসের আয়োজনে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)’র আওতায় ‘জনগণের কথা’ শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার পবা উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত।

এসময় মুখ্য আলোচক হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. নিজামূল কবীর। অনুষ্ঠানের শুরুতে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। স্বাগত বক্তব্য রাখেন রাজশাহী জেলা তথ্য অফিসের পরিচালক মোহা. ফরহাদ হোসেন।

অনুষ্ঠানে রাজশাহী জেলা তথ্য অফিসের উপ-পরিচালক নাফেয়ালা নাসরিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ওয়াজেদ আলী খাঁন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. আরজিয়া বেগম, সোনার দেশ পত্রিকার সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, পবা উপজেলা প্রকৌশলী মুকবুল হোসেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. সুব্রত কুমার সরকার।

এসময় উপস্থিত ছিলেন পবা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিসহ জেলা তথ্য অফিস এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

সভায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ, সর্বজনীন পেনশন স্কিমসহ দেশের সার্বিক উন্নয়ন বিষয়ে আলোকপাত করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকারের উন্নয়ন কর্মপরিকলপনা দেশকে এগিয়ে নিতে সহায়ক ভূমিকা পালন করছে বলে বক্তাগণ তাদের বক্তব্যে তুলে ধরেন। তারা বলেন, সরকারি দপ্তর শুধু নয় দেশের সার্বিক উন্নয়নে সকল শ্রেণি পেশার মানুষকে একযোগে কাজ করতে হবে। এছাড়া গুজব, অপপ্রচার রুখে দিয়ে দেশের কল্যাণে সকলকে কাজ করার আহ্বান জানান।

সোনালী/জেআর