ঢাকা | অক্টোবর ৬, ২০২৪ - ৭:২৯ পূর্বাহ্ন

সাবেক এমপি নজির হোসেন আর নেই

  • আপডেট: Thursday, March 28, 2024 - 11:36 am

অনলাইন ডেস্ক: সাবেক সংসদ সদস্য ও সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি নজির হোসেন মারা গেছেন। তিনি আজ বৃহস্পতিবার ভোরে রাজধানীর উত্তরায় নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বিকেল সাড়ে ৩টায় পৌর শহরের পুরাতন বাস স্টেশনে নজির হোসেনের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। বিকেল সাড়ে ৪টায় তাঁর গ্রামের বাড়ি বিশ্বম্ভরপুর উপজেলার শাহপুর গ্রামে জানাজা শেষে দাফন সম্পন্ন হবে।

নজির হোসেন সুনামগঞ্জ-১ আসন থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ১৯৯৬ সালে দ্বিতীয়বার ও ২০০১ সালে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।

 

সোনালী/ সা