ঢাকা | জানুয়ারী ৮, ২০২৫ - ১২:৪৭ অপরাহ্ন

শিরোনাম

শিক্ষাপ্রতিষ্ঠানে বাতিল হতে পারে শনিবারের ছুটি

  • আপডেট: Wednesday, March 27, 2024 - 11:19 am

অনলাইন ডেস্ক: পবিত্র রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি কার্যকর রাখতে আগামী বছর থেকে শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী।

রোজায় স্কুল খোলা রাখা নিয়ে অপপ্রচার বন্ধ করতেই নতুন এই পরিকল্পনার কথা জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেছেন, ‘আমাদের ৫২ সপ্তাহের মধ্যে ৫২টি শনিবার রয়েছে। সেখানে যদি বিদ্যালয় কিছুটা খোলা রেখে সমন্বয় করা যায়, তাহলে রমজানকে ঘিরে স্কুল খোলা রাখা নিয়ে যারা এই অপপ্রয়াস চালাচ্ছে তাদের সেই অপপ্রয়াস বন্ধ করতে পারি।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘বাংলাদেশের সাধারণ মানুষ ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী। আমরা যার যার ধর্ম সে সে পালন করব। আপনারা দেখেছেন এই রমজান মাসে বিদ্যালয় খোলা থাকা নিয়ে কী ধরনের অপপ্রচার হয়েছে। এ মহল আদালতে গিয়ে মিথ্যা বুঝিয়ে, মিথ্যা তথ্য দিয়ে রায় নিয়ে এসে যাতে বিশৃঙ্খলা এবং রাস্তায় নেমে মানববন্ধন করতে না পারে, সে বিষয়ে আমরা কাজ করব। আমরা সংবেদনশীলতার জায়গায় অবশ্যই শ্রদ্ধাশীল।’

মন্ত্রী আরও বলেন, ‘তারা আমাদের অনেক উপদেশ দিয়েছেন যাতে কেউ কোনো ধরনের বিতর্ক সৃষ্টি করার প্রয়াসই করতে না পারে। আমরা সকল বিষয়গুলো আরও কেয়ারফুলি দেখব। সমাজে বিশৃঙ্খল সৃষ্টি করতে পারে এমন ইঙ্গিত পেলেও সেটা নিরসন করা হবে। এই বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা শিক্ষা ব্যবস্থাকে এক ধরনের গোঁড়ামির দিকে নিয়ে যাওয়ার অপচেষ্টা।’

এ সময় আরও উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী বেগম শামসুন নাহার, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোলেমান খান, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. ফরিদ উদ্দিন আহমেদসহ অন্যান্যরা।

 

সোনালী/ সা