ঢাকা | জানুয়ারী ১১, ২০২৫ - ১২:০১ অপরাহ্ন

বাঘায় গোয়াল ঘরের তালা কেটে দুটি গরু চুরি

  • আপডেট: Tuesday, March 26, 2024 - 12:04 pm

বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘায় গোয়াল ঘরের তালা কেটে দুটি গরু চুরির ঘটনা ঘটেছে। রোববার রাতে এই চুরির ঘটনাটি ঘটেছে।

জানা যায়, উপজেলার আড়ানী পৌরসভার কুশাবাড়িয়া গ্রামের মৃত দেছার আলীর ছেলে আলম হোসেন তারাবির নামাজ শেষে ঘুড়িয়ে পড়ে। সেহরি খাওয়ার সময়ে গোয়ালে গিয়ে দেখেন তালা কাটা এবং ঘরে রাখা দুটি গরু নেই।

এ বিষয়ে গরুর মালিক আলম হোসেন বলেন, আমার দুটি গরুর মূল্য প্রায় এক লক্ষ ৮০ হাজার টাকা। এই দুটি গরু রাতে কে বা কারা চুরি করে নিয়ে গেছে। আমি বিভিন্ন স্থানে খোঁজ করে সোমবার রাত ৮ পর্যন্ত গরুর সন্ধান পায়নি।

আড়ানী পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কুশাবাড়িয়া গ্রামের কাউন্সিলর রবিউল ইসলাম বলেন, আমাদের এলাকায় বেশ কিছুদিন থেকে চুরির উপদ্রব বৃদ্ধি পেয়েছে। এই গরু চুরির সাথে বড় সিন্ডিকেট রয়েছে। এই সিন্ডিকেটের সদস্যরা মাঠে পেঁয়াজ, রসুন, কলা, মরিচ চুরি করে নিয়ে যাচ্ছে। বিষয়টি থানাকে মৌখিকভাবে অবগত করা হয়েছে।

চুরির এই বিষয়ে বাঘা থানার ওসি তদন্ত সোহেব আলী বলেন, এ বিষয়ে কেউ কোন অভিযোগ দেয়নি।

 

সোনালী/ সা