ঢাকা | অক্টোবর ৩, ২০২৪ - ৮:০৯ পূর্বাহ্ন

গণহত্যা দিবস: পবায় শহিদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন

  • আপডেট: Monday, March 25, 2024 - 9:19 pm

স্টাফ রিপোর্টার: পবা উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন ও আলোচনা সভার মধ্যদিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।

এর আগে শহীদ মিনার প্রাঙ্গণে উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য মোহা. আসাদুজ্জামান আসাদ।

অনুষ্ঠানের শুরুতে এক মিনিট দাঁড়িয়ে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে নিরবতা পালন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) অভিজিত সরকার, হড়গ্রাম ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, হুজুরীপাড়া ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, দর্শনপাড়া ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন সাব্বির। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

সোনালী/জেআর